Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

original-dream-build-my-website-time-2012-12-18-20-33-35-userid-2539ঢাকা: ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। গত সোমবার জাতীয় সংসদে অর্থ আইন, ২০১৫ এর ওপর এ সংশোধন প্রস্তাব আনেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ সময় তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। বাজেটে এর ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। যা ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায় হিসেবে চিহ্নিত হয়েছে। তাই সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ১৫ শতাংশ ভ্যাটের পাশাপাশি মোবাইলের সিম বা রিমকার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার (টক টাইম, এসএমএস, এমএমএস, ইন্টারনেট প্যাকেজ) ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

সোমবার ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করলে তা কার্যকর করতে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিলম্ব হয়েছে। জানা যায় মোবাইল অপারেটরা সম্পূরক শুল্ক কমাতে ২-৩ দিন বিলম্ব করেছে।

গ্রাহকরা জানায়, ৪ জুন ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবায় ৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রস্তাব করার পর ওই দিন রাত থেকে মোবাইল ফোন কোম্পানিগুলো তা কার্যকর করেছে।

গ্রাহক অভিযোগ করে বলেন, বাজেটে প্রস্তাব করার পর থেকে মুঠোফোন কোম্পানিগুলো তাদের কাছ থেকে ৫ শতাংশ সম্পূরক শুল্ক কাটা শুরু করেছে। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। এই পরিপ্রেক্ষিতে গত ৭ জুন বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন ও এসএমএসের মাধ্যমে দেশের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এর সত্যতা নিশ্চিত করে।

বিজ্ঞাপনে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা ও সরকারি আদেশনামা অনুসারে মোবাইল ফোন সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্প আরোপ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ৪ জুন, ২০১৫ থেকে সব মোবাইল সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং তার ওপর ১৫ শতাংশ ভ্যাট কলরেটসহ সব মোবাইল ফোন সেবার ওপর চার্জের সঙ্গে প্রযোজ্য হবে।

এই বিষয়ে এয়ারটেল এর জনসংযোগ কর্মকর্তা শমিত মাহবুব শহাবুদ্দীন ব্রেকিংনিউজকে বলেন, বুধবার থেকে সম্পূরক শুল্ক কমানো হয়েছে। সব কিছুই কার্যকর করতে সময়ের ব্যাপার তাই একটু বিলম্ব হয়েছে।

এই বিষয়ে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ১১১ নম্বরে ফোন করলে কাস্টমার কেয়ারের প্রতিনিধি শুভ ব্রেকিংনিউজকে জানান, ২ জুলাই থেকে সম্পূরক শুল্ক কার্যকর করা হয়েছে। প্রায় ১ মাস ধরে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আদায়ের ব্যাপারে তিনি বলেন, পুরো অর্থই সরকারকে দেয়া হবে।

তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার জানান, ইন্টারনেটের উপর থেকে সম্পূরক শুল্কও কমিয়েছে, তবে ইন্টারনেটের উপর ভ্যাট ও শুল্ক কোনটাই রাখা উচিত নয় বলে আমি মনে করি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে ইন্টারনেট ও ই-কমার্স ভ্যাটের আওতামুক্ত রাখতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১২ কোটি ৪৭ লক্ষ। এর মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৪২ লক্ষ।