Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বিনােদন ডেস্ক: ছেলের টেলিফিল্মে চিত্রনায়িকা হয়েই অভিনয় করেছেন প্রিয়দর্শিনী মৌসুমী। ওমর সানী-মৌসুমীর ছেলে ফারদিন এলাহী এবারের ঈদের জন্য নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘ডেস্টিনেশন’। ঈদের ৫ম দিন বিকেল সাড়ে ৪টায় এটি প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়। এতে চিত্রনায়িকা রূপে দেখা যাবে মৌসুমীকে।

533ff04adea90-Mousumi
ফারদিন বলেন, ‘আম্মুকে নিজের চরিত্রেই দেখা যাবে। গল্পের প্রয়োজনেই এখানে তাকে নেওয়া হয়েছে। টেলিফিল্মে আম্মুর চরিত্রটির নাম চিত্রনায়িকা মৌসুমী। খুবই ছোট একটি চরিত্র। কিন্তু দর্শকের মধ্যে ভিন্ন রকম ভাল লাগা তৈরি করবে। এটি টেলিফিল্মের চমক। এটা এখনই প্রকাশ করতে চাইনি আমরা। দর্শকের জন্য একটি চমক রেখেছি।’
টেলিফিল্মটিতে ওমর সানী অভিনয় করেছেন বডিগার্ড ইব্রাহীম চরিত্রে। এ ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও সুজানা। ডেস্টিনেশন-এর পুরো গল্প এ্যাকশন ধাঁচের। ফারদিন এর আগে ব্ল্যাক এপার্ট নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
প্রসঙ্গত চিত্রনায়িকা মৌসুমী ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের শুটিং শেষ করে রবিবার সকালে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন।