ঢাকা: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস লেনদেনে মন্দাভাব লক্ষ্য করা গেছে।
রোববার ঢাকার শেয়ার বাজারে প্রধান ‘ডিএসইএক্স’ সূচক দাঁড়ায় ৪৫৩৬, যা আগের কর্মদিবসের চেয়ে ৩৬ দশমিক ৫৮ পয়েন্ট কম।
এ ছাড়াও ‘ব্লু-চিপ’ ডিএস-৩০ সূচক ছিল ১৭৬১ দশমিক ৬৩ এবং শরীয়াহ ভিত্তিক ডিএসইএস সূচক ছিল ১১১১ দশমিক ১১।
রোববার ১২ দশমিক ৩৯ কোটি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ছিল ৪৬৮ দশমিক ২২ কোটি টাকা। গত বৃহস্পতিবার ৫০৪ কোটি টাকা সমমূল্যের ১৪ দশমিক ৮৭ কোটি শেয়ার লেনদেন হয়েছিল।
রোববার ঢাকার শেয়ার বাজারে ৩১২ টি কোম্পানীর শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, দাম কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত ছিল ৫০টি কোম্পানীর শেয়ারের দাম।