Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বিনােদন ডেস্ক:Sadika-Parvin-Popy-4

*ঈদের ব্যস্ততা কেমন যাচ্ছে?
**এবারের ঈদের জন্য বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্ম করেছি। রমজান মাসে বেশি শুটিং করাটা আমার পরিবারের পছন্দ নয়। তাই শুধু ভালো পাণ্ডুলিপি পেলে তখন সিডিউল দিচ্ছি।
*সম্প্রতি ‘তোমায় ভালোবাসি’ নাটকের শুটিং শেষ করলেন। কেমন দর্শক সাড়া পাবেন ভাবছেন?
**টিআর আরিফ পরিচালিত এ নাটকে আমি হাসান জাহাঙ্গীর ও মিমো অভিনয় করেছি। ভালো একটি গল্প নিয়ে পরিচালক নাটকটি নির্মাণ করেছেন। শেষ দৃশ্য না দেখলে দর্শক বুঝতে পারবেন না মূল কাহিনী।
*‘চার অক্ষরের ভালোবাসা’ ছবির মুক্তির পর নতুন কোনো ছবিতে অভিনয় করেছেন?
**না। এখনও নতুন কোনো ছবির শুটিং শুরু করিনি। তবে নতুন ছবি নিয়ে কথা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে শুটিং শুরু করব।
*ঈদে মুক্তি ছবিগুলো নিয়ে আপনার মন্তব্য কি?
**ঈদে ছবি মুক্তি পাওয়া সব শিল্পী ও কলাকুশলীর জন্য আনন্দের। তাদের জন্য আমার মন থেকে অবশ্যই শুভকামনা থাকবে। আশা করি দর্শক হলে গিয়ে ছবি দেখবেন। বাংলাছবির মান দিন দিন উন্নতি হচ্ছে। আশা করি ঈদের ছবিগুলো সফল হবে।
*চলচ্চিত্রের শিল্পী হয়েও টিভি পর্দায় অভিনয় করাটা কতটা যৌক্তিক মনে করেন?
**আমি একজন অভিনয় শিল্পী। আমার কাছে বড় বা ছোট কোনো পর্দার বিভেদ নেই। সব জায়গাতেই ভালো অভিনয় হয়। অভিনয় করার কোনো পার্থক্য খুঁজে পাইনি। তবে টিভিতে বাজেট কম থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হয়। সবসময় টাইমটা এখানে গুরুত্বপূর্ণ। তারপরও আমাদের টেলিভিশনের কাজ অনেক উন্নত।