ঢাকা: ঢাকার লালবাগ ও চট্টগ্রামের একটি এলাকা থেকে ১২শ’ কেজি বিস্ফোরক দ্রব্যসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৫ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন।