ঢাকা: আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার উভয় পুঁজিবাজারে সূচকের পতন ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে দুই বাজারেই লেনদেন কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দরও।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরিয়া সূচক শূন্য দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ১১০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৩১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি টাকা কম। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ২২ লাখ টাকা। সোমবার লেনদেন হওয়া মোট ৩২১টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১৬টি, কমেছে ১৬৬টি এবং অপরিবর্তিত আছে ৩৯টি কোম্পানির শেয়ার দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১০ পয়েন্ট কমে ৮ হাজার ৪৮৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৩৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে ৯৮৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ২ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে বেড়েছে ৮৭টি, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত আছে ৪০টি কোম্পানির শেয়ার।