
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গুলশান কার্যালয়ে যখন জন্মদিন পালন করছেন ঠিক সেই সময়ে তার নিজ বাড়ি ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সেদিন বেশি দূরে নয়, বিএনপি কার্যালয়েই বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত হবে।”
এসময় জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করায় খালেদা জিয়ার সমালোচনা করে হাছান মাহমুদ।
তিনি বলেন, “আমরা আশা করেছিলাম, বেগম খালেদা জিয়া তার মিথ্যা জন্মদিনের কেক কাটবেন না। কিন্তু উনি (খালেদা) ঠিকই কেক কাটলেন। এজন্য জনগণও তাকে জবাব দেওয়া শুরু করেছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।