Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
satসাতক্ষীরা: স্বাধীনতা দিবসে সাতক্ষীরার কালিগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশুর পিতা একজন দিনমজুর । অভিযুক্ত ধর্ষকের নাম খলিলুর রহমান (২৫)। সে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের কালু সরদারের ছেলে। জানাগেছে, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া এলাকার জনৈক দিনমজুরের মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। জাতীয় শোক দিবসে সে বিদ্যালয়  আয়োজিত অনুষ্ঠানে আসে। ওই বিদ্যালয়ের সামনেই খলিলুরের মনোহরী দোকান। অনুষ্ঠান শেষে শিশুটি খলিলের মনোহরী দোকানে খাবার কিনতে যায় । সঙ্গে সঙ্গে প্রবল বর্ষণ শুরু হলে আশেপাশে কেউ না থাকায় খলিল শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়ীতে এসে মাকে ঘটনা জানায়। এ ঘটনা চারিদিকে চাউর হলে স্থানীয় প্রভাবশালীরা থানায় মামলা না করে সালিশী বৈঠকের মাধ্যমে আপোষ রফার চেষ্টা করে। বিষয়টি ফয়সলা না হওয়ায় শিশুটির বাবা রোববার রাতে থানায় অভিযোগ  করেন। কালিগঞ্জ থানার ওসি সুভাষ মাঝি জানান, শিশুটির পিতা বাদি হয়ে এজাহার দাখিল করেছেন। আসামি পলাতক। পুলিশ শিশু খলিলকে গ্রেফতারের চেষ্টা করছে।