Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
armsকুষ্টিয়া: জাতীয় শোক দিবসের র‌্যালি শেষে আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষের সময় প্রকাশ্যে গুলি ছোড়া ও নিহতের ঘটনায় ১০টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
জানা গেছে, শোক দিবসের র‌্যালি নিয়ে দুইপক্ষের সংঘর্ষের সময় আনিচুর রহমান ওরফে আনিচ নামে এক ব্যক্তি শটগান দিয়ে গুলি ছোড়েন। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন। গত প্রায় দেড় বছর আগে রাজধানীর পল্লবী থানায় থাকাকালে পুলিশে অভিযানে উদ্ধারকৃত ফেনসিডিল আত্মসাতের দায়ে তিনি চাকরিচ্যুত হন।
তিনি যে শটগান দিয়ে প্রকাশ্যে গুলি ছোড়েন, ওই অস্ত্রটি কুষ্টিয়া শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের নামে নিবন্ধন করা। ওই ঘটনায় ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার নামে থাকা ১০টি আগ্নেয়াস্ত্রের নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। সোমবার জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) এ সিদ্ধান্ত নেন। জননিরাপত্তা বিঘিœত হওয়ায় সোমবার জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সোমবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইসেন্স বাতিলের তালিকা পুলিশ সুপারের কাছে দেওয়া হয়েছে।
সূত্র জানায়, বাতিল হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতারুজ্জামান লাবুর ১টি, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজের ৩টি, শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের ২টি, মিরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহেদ জোয়ার্দারের ১টি, মিরপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আলী জোয়ার্দারের ১টি এবং কুষ্টিয়া পৌর ৬ নম্বর হাউজিং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মোস্তাফিজুর রহমানের ১টিসহ মোট ১০টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। আর এসব অস্ত্রের মধ্যে ১৫আগস্ট সংঘর্ষের সময় যে শটগানটি ব্যবহার করা হয়েছে, সেটিও রয়েছে। এই শটগানটি মোমিনুর রহমানের নামে নিবন্ধন করা বলে জানা গেছে।

জেলা পুলিশ সুপার প্রলয় চিসিম সাংবাদিকদের জানিয়েছেন, উল্লেখিত ব্যক্তিদের নামের নিবন্ধন করা অস্ত্রের মধ্যে ছয়টি অস্ত্র জব্দ করা হয়েছে। আর সংঘর্ষের সময় ব্যবহৃত শটগানটিসহ বাকি চারটি আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার জন্য মালিকদের জানানো হচ্ছে। তাঁরা নিজে থেকে এসব অস্ত্র জমা না দিলে সেগুলো অবৈধ বলে বিবেচিত হবে।

উল্লেখ্য, কুষ্টিয়ায় শনিবার জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগের র‌্যালি শেষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মোমিনুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে সবুজ হোসেন (২৪) নামে আওয়ামী লীগের এক সমর্থক নিহত হন।
– See more at: http://www.sheershanewsbd.com/2015/08/17/92780#sthash.K0uuSLyz.dpuf