বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার সকালে পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলনের এক মতবিনিময় সভা থেকে তাকে আটক করা হয়। আটকের পর আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা তাকে কোথায় নিয়ে গেছেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে তেজগাঁও থানায় যোগাযোগ করা হলে এসআই সাইফুল ইসলাম তাকে আটকের বিষয়টি অস্বীকার করেন।
গুঞ্জন শোনা যায়, কলাবাগান থানা পুলিশ শওকত মাহমুদকে আটক করেছে। এ ব্যাপারে সে থানায় যোগাযোগ করা হলে ওসি ইকবাল ভূঁইয়া বলেন, ‘আমরা শওকত মাহমুদকে আটক করিনি।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘শওকত মাহমুদকে আটকের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গোয়েন্দা পুলিশ নাকি থানা পুলিশ তাকে আটক করেছে খোঁজ নিয়ে জানানো হবে।’