ফরিদপুর : তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে ফরিদপুরের আমলি আদালত-১ এর বিচারক হামিদুল ইসলাম মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ নির্দেশ দেন।
ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম উল্লেখ করায় মর্যাদাহানির অভিযোগ এনে আইসিটি এ্যাক্টে করা মামলার শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল।