খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গম কেলেঙ্কারির দায়ে তিরস্কার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এ তিরস্কার করেন তিনি।
একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, মন্ত্রিসভা বৈঠকের পর প্রধানমন্ত্রীর কাছে যান খাদ্যমন্ত্রী কামরুল। এ সময় খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ‘পোস্তগোলায় স্থাপিত খাদ্য অধিদপ্তরের অটো ময়দার মিল’ উদ্বোধনে সারসংক্ষেপ প্রেরণ ও এ সংক্রান্ত তারিখ দিতে অনুরোধ করেন।
প্রতি উত্তরে প্রধানমন্ত্রী বলেন, গম কেলেঙ্কারির কারণে আপনারা সরকারকে হেয় করেছেন। আপনাদের কোনো অনুষ্ঠানে এই মুহূর্তে যেতে পারছি না। এ কথা শোনার পর ভারাক্রান্ত মনে খাদ্যমন্ত্রী চলে আসেন।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গেল সপ্তাহে পোস্তগোলায় অটো ময়দার মিল’ উদ্বোধনে প্রধানমন্ত্রীর সময় চেয়ে একটি সারসংক্ষেপ তার কার্যালয়ে পাঠানো হয়। গতকাল পর্যন্ত এর সময় না দেয়ায় মন্ত্রী নিজেই বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে বলতে যান। এরপরই প্রধানমন্ত্রী এসব কথা বলেন। –