Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

kildকুষ্টিয়ায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি জাকির হোসেন (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জগতি বিএটিবির সামনে বনবিভাগের ভেতর এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

জাকির হোসেন জেলার মিরপুর উপজেলার কলবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি জাসদ নেতা পাঞ্জের ও ১৫ আগস্ট শোক দিবসের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী সবুজ হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ জানায়, একদল সন্ত্রাসী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জগতি রেল বাজারের কাছে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে জাকির হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, ২টি হাসুয়া ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বন্দুকযুদ্ধের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

কুষ্টিয়ার ডিবি পুলিশের কর্মকর্তা সাব্বির উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জাকির হত্যা মামলার আসামি ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল।

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে।