ঢাকা: মিথ্যা মামলায় গ্রেপ্তার করে দল পুনর্গঠনে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার সকালে রাজধানীর শেরেবাংলার চন্দ্রিমা উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, কমিটি গঠনের কাজ চলছে। সারা দেশের জেলা উপজেলায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। আশা করি এ সময়ের মধ্যে কমিটিগুলো পুনর্গঠন হবে। কিন্তু সরকার মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে কমিটি গঠনে বাধা সৃষ্টি করছে। এই বাধা সরকার শিগগিরই দূর করবে বলে আশা করেন তিনি।
সরকারকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম খান বলেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আন্দোলন দমন করা যাবে না। এ কথা বিএনপির চেয়ে আপনারা ভালো বোঝেন। কারণ মামলা ও গ্রেপ্তার করে যেমন আওয়ামী লীগের বিজয় ঠেকানো যায়নি তেমনি বিএনপির বিজয়ও ঠেকানো যাবে না।
তিনি আরও বলেন, গণতন্ত্র আজ অবরুদ্ধ। কারণ দেশে কোনো নির্বাচিত সরকার নেই। এ কারণে গণতন্ত্র কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে হাসিনা সরকার। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য অবিলম্বে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তিনি।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।