Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Mahamud1439877042ঢাকা: রমনা থানার করা নাশকতা মামলায় গ্রেফতার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার সকালে শওকত মাহমুদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। শুনানি শেষে বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শওকত মাহমুদকে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে একটি সংবাদ সম্মেলনে যাওয়ার সময় আটক করে ডিবি পুলিশ। সেখানে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সময় গঠিত বিএনপিপন্থী সংগঠন আদর্শ ঢাকা আন্দোলনের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, যার সদস্যসচিব শওকত মাহমুদ।

শওকত মাহমুদকে গ্রেফতারের বিষয়ে ডিবির ডিসি মাসুদুর রহমান সংবাদমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।