খোলা বাজার২৪ডটকম । বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫ : জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে যান নোবেল বিজয়ী ড. মুহম্মাদ ইউনূস এবং পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ জাতীয় নেতারা।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় ৭৬ বছর বয়সে মারা যান সাবেক বামপন্থী নেতা কাজী জাফর আহমদ, যিনি পরবর্তীতে জাতীয় পার্টির রাজনীতিতে জড়িয়ে পড়েন।
জাফরের মরদেহে শ্রদ্ধা জানাতে হাসপাতালে যান তার এক সময়ের সহকর্মী বিএনপি নেতা নজরুল ইসলাম খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, জাতীয় পার্টির (জাপা-জাফর) সাধারণ সম্পাদক মোস্তফা জামাল হায়দার, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ডা. টি আই এম ফজলের রাব্বী চৌধুরী, এসএমএম আলম, আহসান হাবিব লিংকন ও আব্বাস আলী খান।
শুক্রবার হাসপাতাল থেকে কাজী জাফরের মরদেহ সরাসরি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিয়ে যাওয়া হবে। কাজী জাফর আহমদের স্ত্রী ও তিন মেয়ে হাসপাতালে রয়েছেন।