Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9কামরুল হাসান, ঠাকুরগাঁও থেকে : পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন বলেছেন, দ্রুত প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট পূরন করা হবে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামোসহ সামগ্রীক উপকরণ দিয়ে যাচ্ছে। সুশিক্ষায় শিক্ষিত করতে প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নাই। তাই শহর ও প্রতিটি ইউনিয়নের একটি শিশুও যেনো ঝড়ে না পরে, সেদিকে প্রত্যেক শিক্ষককেও সচেতন থাকার আহবান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা সভাকক্ষে সদর উপজেলা শিক্ষা কমিটির মিটিং এ উপদেষ্টার বক্তব্যকালে এসব কথা বলেন। এসময় সদর উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি তৈমুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য দেন নির্বাহী ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, শিক্ষা অফিসার ও কমিটির সদস্য সচিব লিয়াকত আলী সরকার, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ। মিটিংয়ে সর্বসম্মতি ক্রমে বেশকিছু পরামর্শ তুলে ধরে তা পাশ করা হয়।