খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫
নাটোর : বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে ছেলেকে হত্যার অভিযোগে বাবা ও সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা এমদাদুল ইসলাম (৪২) ও সৎ মা নাহিদা বেগমকে আসামি করে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত ইমন হোসেনের মা কুলসুম বেগম। ইমন কামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
মামলা সূত্রে জানা গেছে, ইমন হোসেন তার বাবা এমদাদুল ইসলাম ও সৎ মা নাহিদা বেগমের সাথে বসবাস করতো। সেখানেই সৎ মায়ের প্ররোচনায় বৃহস্পতিবার দুপুরে এমদাদ ও নাহিদা যৌথ ভাবে ইমনকে স্বাসরোধে হত্যা করে।
ইমনের মা কুলসুম বেগম তার নানার বাড়িতে বসবাস করতেন।
তবে ইমনের বাবা এমদাদুল ইসলাম ছেলেকে হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, সে তার ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। আরেকটি বিয়ে করায় আমাকে ফাঁসানোর জন্য এই অভিযোগ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বড়ইগ্রাম থানার এসআই মাসুদ করিম জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় এমদাদুল ও নাহিদা বেগমকে রাতেই গ্রেফতার করা হয়েছে। একই সাথে ইমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।