Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার একদিন পরেই আরেকদফা গ্যাসের দাম বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। আগামী ডিসেম্বরেই নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা আসছে। এ বিষয়ে শিগগিরই প্রক্রিয়া শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বিইআরসির গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিমাণ নিয়ে সন্তষ্ট নন এমন অভিমত প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (বিইআরসি) এ আর খান গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেন।

এদিকে বর্ধিত মূল্য কার্যকর হবার আগেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, এভাবে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে মারাত্মক প্রভাব পড়বে। বাসা ভাড়া বাড়বে। সেইসঙ্গে নিত্যপ্রযোজনীয় দ্রব্যের দামও আরেক দফা বেড়ে যাবে।

শুক্রবার যমুনা টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ডিসেম্বরের মধ্যে ফের গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে। মূল্যবৃদ্ধির বিষয়ে শিগগিরই প্রক্রিয়া শুরু হবে। তবে জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই।

প্রতিমন্ত্রী বলেন, দুই-তিন বছরের মধ্যে পাইপ লাইনে গ্যাস বন্ধের পরিকল্পণা আছে সরকারের। তিন বছরের মাথায় ৭০ শতাংশ জায়গায় এলপিজি পৌঁছে দিতে পারবো। ধীরে ধীরে আমরা পাইপ গ্যাস বন্ধ করে দিতে চাচ্ছি। সেই জায়গায় আমরা মূল্যও বৃদ্ধি করতে চাচ্ছি। ৮০ শতাংশ মানুষ বিকল্প জ্বালানি হিসেবে লাকড়ি, এলপিজি বা অন্য জিনিস ব্যবহার করছেন। এসবের খরচ তাদের দিতে হয়।

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনজীবনে প্রভাব পড়বে না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ১০০ টাকা যে বিল দিত তার ২ টাকা বাড়বে, যে ২০০ টাকা বিল দিতো তার ৪ টাকা বাড়বে।
আন্তর্জাতিক বাজারে প্রায় এক বছর ধরে সব ধরনের জ্বালানি তেলের দাম কমছে। এক বছর আগে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল কিনতে হতো ১২০ ডলার দিয়ে যা এখন বিক্রি হচ্ছে ৪০ ডলারের কম দামে। কিন্তু এর কোনো সুফল পায়নি দেশের মানুষ।

এ প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয় নিয়ে কয়েকবার কথা হয়েছে। এই মুহূর্তে আমরা মনে করছি না তেলের দাম কমবে। ভবিষ্যতে সরকার দাম কমাতেও পারে। এটা নির্ভর করছে আমাদের ইকোনমিক অবস্থাটা কিভাবে যাবে তার ওপর।

তিনি বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি আমাদের সঙ্গে বসবেন বিষয়টা (তেলের দাম) নিয়ে। উনি তো লোন মওকুফ করছেন না।

বৃহস্পতিবার বিইআরসি থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো ঘোষণা দেয়া হয়। গ্রাহক পর্যায়ে ফের গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম গড়ে ২৬.২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ২.৯৩ শতাংশ বাড়ানো হয়েছে।

গ্যাসের এক চুলার বিল ৪০০ থেকে ৬০০ এবং দুই চুলার বিল ৪৫০ থেকে ৬৫০ টাকা করা হয়েছে। বর্ধিত এই মূল্যহার আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।