Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের পথচলা নিরাপদ করতে হলে ২১ আগস্টের খুনি ও আগুন সন্ত্রাসীদের আইনানুগভাবে ধ্বংস করতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির অনেকেই ২১ আগস্টের হামলার বিচারের কথা বলছেন। তিনি প্রশ্ন রাখেন, খালেদা জিয়া ও তারেক রহমান যদি এ হামলার সঙ্গে জড়িত থাকেন তাহলেও কি তাঁদের বিচারের দাবি অব্যাহত থাকবে।

হাসানুল হক ইনু বলেন, ‘২১ আগস্টের গ্রেনেড হামলা এবং আগুন সন্ত্রাসের দায় খালেদা জিয়া ও তারেক রহমান এড়াতে পারবেন না। এখানে সম্পৃক্ততা থাকলে ‘৭১ ও ‘৭৫ এর খুনিদের মতো তাদেরও রাজনীতি থেকে বিদায় নিতে হবে।’