Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে সরকার। দাম বৃদ্ধির বিষয়ে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এব্যাপারে শনিবার দুপুরে দলের পক্ষে সংবাদ সম্মেলন করে বিএনপির অবস্থান তুলে ধরা হবে।

তবে দলটির দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে জবাবদিহি না থাকার ফলে দেশে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে। আর এর প্রভাব পড়বে কৃষক সমাজ ও নিম্নআয়ের মানুষের ওপর। তাই গ্যাস ও বিদ্যুতের বর্ধিতমূল্য সরকারকে প্রত্যাহার করে নেয়া উচিত বলে মনে করেন তিনি।

গত বৃহস্পতিবার সরকার বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই দাম ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

যদিও এরআগে ২০১৪ সালে ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ব্রিজ সংলগ্ন বালুর মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেছিলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করা হলেই লাগাতার আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

কিন্তু দাম বৃদ্ধির পর বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নেই। তবে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। তাই আগে থেকে কোনো কিছু বলাটা ঠিক হবে না।