খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫
বান্দরবান সীমান্তে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সঙ্গে গোলাগুলির ঘটনায় রাঙামাটির রাজস্থলী থেকে আরও দুই জনকে আটক করেছে সেনাবাহিনী।
এর আগে আরাকান আর্মির সহযোগী সন্দেহে আটক একজনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকালে রাজস্থলীর দুটি স্থান থেকে আটকরা হলেন উপজেলার মংবই পাড়ার পুনর্বাসন কেন্দ্রের চসুই অং মারমা (৪২) ও ২ নম্বর গাইন্দা ইউনিয়ন পরিষদের পয়ক্রি পাড়ার মংসোয়াং মারমা (৩৯)।
রাজজস্থলী থানার ওসি অহিদ উল্লাহ সরকার জানান, বুধবার রাতে যে বাড়ি থেকে আরেকজনকে আটক করা হয়েছিল সেই বাড়ির বর্তমান তত্ত্বাবধায়ক মংসোয়াং মারমাকে আটক করা হয় পয়ক্রি পাড়া থেকে।
“এছাড়া ওই বাড়ির সাবেক তত্ত্বাবধায়ক চসুই অং মারমাকে মংবই পাড়া পূর্নবাসন কেন্দ্র থেকে আটক করা হয়।”
আটকের পর তাদের রাজস্থলী থানায় হস্তান্তরের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানান ওসি।
এর আগে আটক অং ইউ ইয়াং রাখাইনকে শুক্রবার রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার সকালে বান্দরবানের থানচির সীমান্ত এলাকায় আরাকান আর্মি হামলা চালালে বাংলাদেশেরে সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে কয়েকঘণ্টা গোলাগুলি চলে। এক পর্যায়ে হাসলাকারীরা পিছু হটে।