Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

সিরাজগঞ্জে ডিবি পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ হত্যা মামলার আসামী ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকৃত আসামীর আত্মীয়-স্বজনরা পুলিশের মোটর সাইকেলটি ভাঙচুর করে।

শুক্রবার বিকেলে সারটিয়া খেলার মাঠে এ ঘটনা ঘটে। ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ছিনতাই হওয়া আসামী তোজাম হোসেন (৪৫) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর থেকে আসামীকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। ডিবি’র ওসি আরও জানান, সাদা পোশাকে ডিবি’র উপ-পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে ৫ জন পুলিশ উত্তর সারটিয়া আমেনা মনসুর স্কুল মাঠে খেলা দেখার সময় তোজামকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পড়ায়। এরপরই তার আত্বীয়-স্বজন ও স্থানীয়রা পুলিশকে মারপিট করে তোজামকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা পুলিশের মোটর সাইকেল ভাঙচুর করে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, পলাতক তোজাম ও তার আত্বীয়-স্বজনদের গ্রেপ্তারে ডিবি ও সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১লা আগষ্ট চন্ডিদাগাতি এলাকার রাইস মিলের মালিক হাজী মোতালেব হোসেনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ বাধে। এর জের ধরে প্রতিপক্ষ হাবিবুর রহমানের ছেলে রানাকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়। তোজাম ওই মামলার চার্জশিটভুক্ত আসামী। সে এতদিন পলাতক ছিল।