Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

অস্ট্রিয়ার হাঙ্গেরি সীমান্তে একটি লরিতে অর্ধশত অভিবাসন প্রত্যাশীর লাশের সন্ধান পাওয়া গেছে।

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্তের একটি সড়কে দাঁড় করিয়ে রাখা লরিতে বৃহস্পতিবার এ নির্মমতার খোঁজ মেলে।

উদ্ধার তৎপরতায় সংশ্লিষ্ট অস্ট্রিয়ান কর্মকর্তারা বলেছেন, লাশের সংখ্যা ২০ থেকে সর্বোচ্চ ৫০টি হতে পারে।

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা থেকে অর্ধশত লাশ উদ্ধারের একদিন পরই এই নির্মম ঘটনা প্রকাশ্যে আসলো।

এমন সময় মর্মান্তিক এ খবর এলো যখন অভিবাসন সঙ্কট নিয়ে আলোচনার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সম্মেলনে মিলিত হয়েছেন ইউরোপের নেতারা।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, এ ধরনের হৃদয়স্পর্শী খবর আমাদের সবাইকে নাড়া দিয়েছে। এটা আমাদের মনে করিয়ে দিয়েছে- দ্রুতই এ সঙ্কট সামাল দিতে হবে। ইউরোপের সহমর্মিতার মনোভাব নিয়ে এর সমাধান করতে হবে।

মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত ও সঙ্ঘাতপূর্ণ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপে আশ্রয় নেয়ার চেষ্টা করছে। লাশগুলো তাদের বলেই ধারণা করা হচ্ছে।