Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে ভারত ভ্রমণে যাওয়া পর্যটকের সংখ্যার দিক থেকে যুক্তরাজ্যকে পেছনে ফেলেছে বাংলাদেশ।

ভারত ভ্রমণে যাওয়ার হিসাবে দ্বিতীয় স্থানে থাকা বৃটেনের স্থান দখল করে নিয়েছেন বাংলাদেশী পর্যটকরা। ২০১৩ সালে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল ৫ লাখ ২৪ হাজার ৯২৩ জন। সে বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চেয়ে পিছিয়ে থেকে তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ।

২০১৪ সালে ভারত ভ্রমণে যাওয়া বাংলাদেশী পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৪২ হাজার ৫৬২ জন। সামনে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র। শীর্ষস্থানে অর্থাৎ, এক নম্বর অবস্থানটিতে থাকা যুক্তরাষ্ট্রের পর্যটক সংখ্যা ছিল ১১ লাখ ১৮ হাজার ৯৮৩ জন। এখানেই শেষ নয়। ২০১৪ সালে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টের মধ্য দিয়ে ১২ লাখ বাংলাদেশী ভারতে প্রবেশ করেছেন, যা পূর্বের যে কোন সংখ্যার চেয়ে বেশি বা নতুন রেকর্ড।