শনিবার, ২৯ আগস্ট ২০১৫
রাজধানীর আরামবাগে নিজের বাসা থেকে একটি প্রেসের এক কর্মচারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার দিকে মাজেদ মোল্লার (৩২) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ফরিদউদ্দিন জানান।
আরামবাগের একটি আট তলা ভবনের সাত তলায় মাজেদ তার স্ত্রী দীপা ও শিশু সন্তানকে নিয়ে থাকতেন বলে বাড়ির মালিক মো. সালাউদ্দিন জানান।
তিনি বলেন, “মাজেদ প্রায় ৫ বছর ধরে আমার বাসায় ভাড়া থাকে। তার স্ত্রী প্রায়ই নিজের গ্রামের বাড়ি মানিকগঞ্জে থাকেন।
“দুপুরের দিকে মাজেদের স্ত্রী মানিকগঞ্জ থেকে এসে দেখে তাদের বাসার দরজায় তালা। মাজেদকে ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ পায় মেয়েটি।
“নিচে কয়েক ঘণ্টা অপেক্ষার পর দরজা ভেঙে বাসায় ঢুকে শোবার ঘরে মাজেদের হাত-পা বাঁধা লাশ দেখে সবাইকে খবর দেয় সে।”
এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মাজেদের লাশ নিয়ে যায় বলে জানান মো. সালাউদ্দিন।