শনিবার, ২৯ আগস্ট ২০১৫
ঢাকা: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডমিনিকায় গ্রীষ্মমন্ডলীয় ঝড় এরিকা’র আঘাতে ২০ জন মারা গেছেন। এছাড়াও নিখোঁজ রয়েছেন ৩১ জনের বেশি।
স্থানীয় সময় শুক্রবার ডমিনিকান রিপাবলিকের ওপর আঘাত হানে এরিকা। এ সময় প্রতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।
রোববার পর্যন্ত এরিকা অগ্রসর হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে। এ প্রেক্ষিতে ফ্লোরিডা ও ক্যারিবীয় দ্বীপসমূহে সতর্কাবস্থা জারি রয়েছে।
ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট কেরিট শুক্রবার দিনগত রাতে সম্প্রচারিত এক ভাষণে জানান, এরিকার আঘাতে ডমিনিকা ২০ বছর পিছিয়ে গেছে। ধ্বংস হয়েছে শতাধিক বাড়ি, রাস্তাঘাট ও ব্রিজ। অনেক ঘর-বাড়ি ভারী বর্ষণে কাঁদামাটির নিচে চাপা পড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, ঝড়টি হিসপানিওলা দ্বীপ অতিক্রম করে ক্রমশ উত্তরের দিকে গিয়ে দূর্বল হয়ে যাবে।