শনিবার, ২৯ আগস্ট ২০১৫
মুম্বাইয়ের শিনা বোরা হত্যাকাণ্ডে এবার চাঞ্চল্যকর এক তথ্য দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন ভারতীয় সাংবাদিক বীর সাংভি। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তার দাবি, ইন্দ্রাণী বলেছিলেন, তিনি যখন ছোট, তখন তার বাবা তাকে ও তার মাকে ছেড়ে চলে যায়। এরপর তার মা কাকাকে বিয়ে করেন।
সেই সৎ বাবার কাছে ইন্দ্রাণী যৌন সন্ত্রাসেন শিকার হয়েছেন। ইন্দ্রাণী বলেছিলেন, তার মা তার সৎ বাবাকে কখনও বাধা দেয়নি। সৎ বাবার যৌন নির্যাতনের জেরেই ইন্দ্রাণী বাড়ি ছেড়ে কলকাতায় চলে গিয়েছিলেন। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম এবিপি আনন্দ এ খবর নিশ্চিত করেছে।
শিনা হত্যাকাণ্ডে ইতিমধ্যেই সম্পর্কের গভীর জটিলতা সামনে এসেছে। ইন্দ্রাণীর তিনটি বিয়ে। ইন্দ্রাণীর প্রথম বিয়ে হয় এস দাসের সঙ্গে। তা থেকে দু’টি সন্তান, শিনা ও মিখাইল।
ইন্দ্রাণীর দ্বিতীয় বিয়ে সঞ্জীব খন্নার সঙ্গে। এই সম্পর্ক থেকে একটি মেয়ে হয়, বিধি। ইন্দ্রাণীর তৃতীয় বিয়ে পিটার মুখোপাধ্যায়ের সঙ্গে। তাদের কোনও সন্তান নেই।
অন্যদিকে, পিটার মুখোপাধ্যায়ের দু’টি বিয়ে। প্রথম স্ত্রী শবনম। পরের স্ত্রী ইন্দ্রাণী। পিটার মুখোপাধ্যায় ও তার প্রথম স্ত্রী শবনমের দুই ছেলে রাহুল ও রবিন। পিটারের ছেলে রাহুলের সঙ্গেই আবার ইন্দ্রাণীর মেয়ে শিনার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু, শেষপর্যন্ত তা পরিণতি লাভ করেনি।