রবিবার, ৩০ আগস্ট ২০১৫
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার আদেশের জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
রোববার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন।
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মানবাধিকারকর্মী শিরিন হক ট্রাইব্যুনালের এজলাসে উপস্থিত ছিলেন।
আজ রোববার জাফরুল্লাহর বিরুদ্ধে আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেন।
উল্লেখ্য, ট্রাইব্যুনালের বিচারপতিদের মানসিক অসুস্থ বলায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে রুল জারি করেছিলেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আদালত অবমাননার অপরাধে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়েছিলেন ট্রাইব্যুনাল।