Fri. Aug 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20রবিবার, ৩০ আগস্ট ২০১৫
থানচিতে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার আরাকান আর্মির এক সদস্যসহ তিনজনকে ৫ দিন করে রিমান্ডের আদেশ আদালত।

রোববার সকাল ১১টার দিকে রাঙামাটি জেলা দায়রা ও জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকন উদ্দিন কবির এ আদেশ দেন

ওই তিনজন হলেন, আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং রাখাইন, বাড়ির দুই কেয়ারটেকার মং চ ওয়াং ও চ সুইং অং মারমা।

রাজস্থলী থানার এএসআই অভিজিৎ জানান, সন্ত্রাস দমন আইনে করা মামলায় সকাল তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকে ৫ দিন করে রিমান্ডের আদেশ দেন।

থানচিতে গোলাগুলির ঘটনায় গত বুধবার অং নংকে তাইতংপাড়া কলেজ রোডের একটি বাড়ি থেকে ২টি ঘোড়া, ৩টি মোটরসাইকেল, ৩টি ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা ও আরাকান আর্মির পোশাকসহ আটক করে যৌথবাহিনী।

শুক্রবার একই উপজেলার মব্বই পাড়া থেকে ওই বাড়িটির দুই কেয়ারটেকারকে আটক করা হয়। পরে বাড়ির মালিকসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশ।

অন্যরকম