রবিবার, ৩০ আগস্ট ২০১৫
থানচিতে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার আরাকান আর্মির এক সদস্যসহ তিনজনকে ৫ দিন করে রিমান্ডের আদেশ আদালত।
রোববার সকাল ১১টার দিকে রাঙামাটি জেলা দায়রা ও জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকন উদ্দিন কবির এ আদেশ দেন
ওই তিনজন হলেন, আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং রাখাইন, বাড়ির দুই কেয়ারটেকার মং চ ওয়াং ও চ সুইং অং মারমা।
রাজস্থলী থানার এএসআই অভিজিৎ জানান, সন্ত্রাস দমন আইনে করা মামলায় সকাল তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকে ৫ দিন করে রিমান্ডের আদেশ দেন।
থানচিতে গোলাগুলির ঘটনায় গত বুধবার অং নংকে তাইতংপাড়া কলেজ রোডের একটি বাড়ি থেকে ২টি ঘোড়া, ৩টি মোটরসাইকেল, ৩টি ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা ও আরাকান আর্মির পোশাকসহ আটক করে যৌথবাহিনী।
শুক্রবার একই উপজেলার মব্বই পাড়া থেকে ওই বাড়িটির দুই কেয়ারটেকারকে আটক করা হয়। পরে বাড়ির মালিকসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশ।