Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22রবিবার, ৩০ আগস্ট ২০১৫
গুম হওয়া মানুষদের অবিলম্বে খুঁজে বের করার জন্য বৈশ্বিক নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। সময় নষ্ট না করে এখনই তা করার তাগিদ দিয়েছেন তারা।

আগামীকাল ইন্টারন্যাশনাল ডে অব দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবস) উপলক্ষে এমন মত দিয়েছে জাতিসংঘের সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ দুটি গ্রুপ। তার একটি হলো কমিটি অন এনফোর্ডস ডিজঅ্যাপিয়ারেনসেস। অন্যটি হলো দ্য ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিঅ্যাপেয়ারেনসেস ।

গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে খসড়া চুক্তি করা সহ পদ্ধতিগতভাবে সব রকম ব্যবস্থা নিতে সরকারসমূহের প্রতি আহ্বান জানিয়েছে তারা। জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, গত দু বছরে সারাবিশ্বে মোট ২৪৬টি গুমের ঘটনা নিয়ে তারা কাজ করেছে। এতে পরিষ্কার ধারণা মেলে যে, এই বর্বরোচিত কর্মকা-ের চর্চা অনেকগুলো দেশেই চলছে। হাজার হাজার এ রকম ঘটনার মধ্যে এ সংখ্যাটা সামান্যই। বাকি ঘটনাগুলোর কথা প্রতিশোধ ও নিরাপত্তার ভীতির কারণে কখনো রিপোর্ট করা হয় না। গুমের এ রকম অনেক ঘটনা কখনোই জাতিসংঘের কাছে রিপোর্ট করা হয় নি। এর কারণ, মানব সম্পদের ঘাটতি ও আন্তর্জাতিক নিয়মনীতির বিদ্যমান যে মানগুলো রয়েছে সে সম্পর্কে সচেতনতার ঘাটতি।

ওয়ার্কিং গ্রুপ ও দ্য কমিটি অন এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্সস গত এক বছর ধরে যেসব জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে তাতে দেখা গেছে নিখোঁজ হওয়া ১৩জনকে বন্দি অবস্থায় জীবিত পাওয়া গেছে। মৃত অবস্থায় পাওয়া গেছে দুজনকে।