Wed. Apr 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17সোমবার, ৩১ আগস্ট ২০১৫
চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী নন্দনপুরে ঢাকাগামী টিন বোঝাই একটি ট্রাক উল্টে ৬ জন নিহত হওয়ার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে পণ্য ও যাত্রীবাহী অনেক গাড়ি আটকা পড়েছে। সোমবার রাত আড়াইটার দিকে নন্দনপুর এলাকায় ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। ভোরে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হলেও মহাসড়কে অন্তত ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

ময়নামতি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, সোমবার গভীর রাতে যখন দুর্ঘটনাটি ঘটে তখন ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। রাস্তা ছিল খুব পিচ্ছিল। হয়তো এ কারণে অতিরিক্ত মালামাল বোঝাই করার কারণে রাস্তায় ট্রাকটি উল্টে যায়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। সোমবার ভোরে ট্রাকটি উদ্ধার করা হলেও এর আগেই মহাসড়কের উভয় পাশে অন্তত ৫০ কি.মি. যানজটের সৃষ্টি হয়। তবে ট্রাকটি উদ্ধারের পর মহাসড়কের যানজট ধীরে ধীরে কমতে থাকে।

এদিকে হাইওয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, নিহতদের সবাই শ্রমিক। ৬ নিহতরা হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাহীন (১৮), জাহিদুল ইসলাম (৪০), ফজলু মিয়া (৩৫), আনোয়ার  (৩৫), সফিক (৩০) সহিদ (২৫)। আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।