কামরুল হাসান, ঠাকুরগাঁও থেকে, সোমবার, ৩১ আগস্ট ২০১৫ : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাঁপাসা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে সীমান্তরীবাহিনী বিজিবি। আটক কৃতরা হলো: ভারতের উত্তর দিনাজপুর জেলার হেন্তাবাদ থানার ভরতপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোকছেদ(৩২) ও রায়গঞ্জ থানার অন্তরা গ্রামের আব্দুল হামিদের ছেলে রেজাউল (২৯) শনিবার সন্ধ্যায় চাঁপাসা সীমান্তের ৩৪৭ পিলার এলাকার বাংলাশের ৩০০গজ ভেতর থেকে তাদের আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল ৫শ টাকার ৩১টি জালনোট, বাংলাদেশি সাড়ে ১০ হাজার টাকা ও ১২ হাজার রুপি উদ্ধার করা হয়। রোববার সকালে আটককৃতদের হরিপুর থানায় সোপর্দ করে।