ঠাকুরগাঁও, সোমবার, ৩১ আগস্ট ২০১৫ : ঠাকুরগাঁওয়ে ৭দিন ব্যাপি শুরু হওয়া বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্ভোধন করেন,পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ১আসনের এমপি রমেশ চন্দ্র সেন। ফাইনালে মেয়েদের খেলায় সদর উপজেলার দক্ষিণ আসান নগড় সরকারি প্রাঃ বিদ্যালয়, উত্তর কহরপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে। অপরদিকে ছেলেদের খেলায় সদর উপজেলার দক্ষিণ আরাজী কৃষ্ণপুর সরকারি প্রাঃ বিদ্যালয়, পাহাড়ভাঙ্গা সরকারি প্রাঃ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। এসময় জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সদর থানার ওসি একেএম মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেছ, শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার, সদর উপজেলা আ”লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আর এ খেলা দেখতে ক্রীড়ামোদিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।