সোমবার, ৩১ আগস্ট ২০১৫
দুদকের দায়ের করা দুর্নীতির এক মামলায় জয়নাল হাজারীকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে নতুন করে হাইকোর্টে আপিল শুনানির নির্দেশও দেওয়া হয়েছে।
দুদকের আবেদন মঞ্জুর করে সোমবার (৩১ আগস্ট) প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।