সোমবার, ৩১ আগস্ট ২০১৫
রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ৫ জন আহত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ মিয়া জানান, টঙ্গি থেকে ঢাকার সায়েদাবাদগামী তুরাগ পরিবহনের বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি ফ্লাইওভার সংলগ্ন খাদে পড়ে যায়। এতে পাঁচজন আহত হয়।
তিনি জানান, আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনালের হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে বাসটি টেনে তোলা হয়।