Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47সোমবার, ৩১ আগস্ট ২০১৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আতাউলের হকের আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু কারাগার থেকে মোশাররফকে আদালতে হাজির না করায় আসামিপক্ষের আইনজীবী সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতাউল হক সময়ের আবেদন মঞ্জুর করে ১৪ অক্টোবর দিন নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চত করে মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী এনটিভি অনলাইনকে বলেন, ‘আসামি না আসায় বিচারক নতুন করে তারিখ দিয়েছেন।’

২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে সরকার। যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে সরকারকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পঁচাত্তরের পরিণতি ভোগ করতে হবে।’

এর পরদিন দেশের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রচারিত হলে বাদীর মানহানি হয়েছে এমন অভিযোগ এনে এ বি সিদ্দিকী ২০১৩ সালের ২০ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।

পরবর্তীতে গত বছরের ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আতাউল হক তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।