Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51সোমবার, ৩১ আগস্ট ২০১৫
স্পেনের মোমের জাদুঘরে রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি মূর্তি বানিয়ে রাখা হয়েছে। এবার সেই মূর্তির আদলে আরেকটি মূর্তি বানিয়ে নিচ্ছেন পর্তুগিজ অধিনায়ক।

জানা যায়, জাদুঘরের মূর্তিটির আদলে বানানো নতুন মূর্তিটি বানাতে রোনালদোকে গুনতে হয়েছে ৪৩ হাজার ডলার। এটি তিনি নিজের মাদ্রিদের বাসায় রাখবেন বলে জানান।

মূর্তিটি বানানোর জন্য রোনালদো ইংল্যান্ডের ভাস্কর্য শিল্পী মাইকেল ওয়েডকে নিয়োগ দিয়েছেন। তিনি দুই বছর আগে জাদুঘরের মূর্তিটি বানানোর মূল কারিগর ছিলেন। ওয়েড এ প্রসঙ্গে জানান, ‘রোনালদো বলেছেন জাদুঘরের মূর্তিটির মতোই নতুন মূর্তিটি শতভাগ হতে হবে। আগের মূর্তিটি ২০১৩ সালে বানানো হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেটির মতোই নতুনটি বানাতে।’

তবে নতুন মূর্তির চুলের স্টাইল নিয়ে বিপাকে পড়েন ওয়েড। কারণ, কিছুদিন পরপর পর্তুগিজ তারকা তার চুলের স্টাইল পরিবর্তন করেন।

তাই চুলের স্টাইল নির্বাচন করার দায়িত্বটা ওয়েডকে ছেড়ে দিতে হয় রোনালদোর ব্যক্তিগত হেয়ারড্রেসারের ওপর। এজন্য ব্যালন ডি’অর জয়ীর বেশ কিছু চুলের স্টাইল ওয়েডের কাছে পাঠানো হয়।