Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

61সোমবার, ৩১ আগস্ট ২০১৫
শেয়ার কেলেঙ্কারি মামলায় ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি চিক টেক্সটাইল লিমিটেডের দুই পরিচালককে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন পুঁজিবাজার-সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল। আজ সোমবার বিচারক হুমায়ুন কবীর এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রসুল ও পরিচালক ইফতেখার মাহমুদ। দুজনকে চার বছর করে কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. মাসুদ রানা খান।

চিক টেক্সটাইলের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক গত মঙ্গলবার উপস্থাপিত হয়েছিল। পরে গত বৃহস্পতিবার চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

বিশেষ আদালতে মামলার কার্যক্রম শুরুর পর থেকেই আসামিদের কেউই আদালতে হাজির ছিলেন না কিংবা তাঁদের পক্ষে কোনো আইনজীবীও আদালতে ছিলেন না।

১৯৯৬ সালে প্রতিষ্ঠানটির শেয়ারদর কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে আসামি দুজনের বিরুদ্ধে মামলা করে নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরে আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নেন। বিশেষ ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হওয়ার পর আদালতে হাজিরা না দেওয়ায় গত ২৮ জুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

চিক টেক্সটাইল ১৯৯৬ সালে বস্ত্র খাতের কোম্পানি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হয়। কোম্পানিটি কারসাজির মাধ্যমে সাত টাকার শেয়ার ৪৬ টাকায় উঠিয়েছিল।