Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64রবিবার, ৩০ আগস্ট ২০১৫
বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে যাত্রীহত্যার অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৩৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে এ চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার। চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসসহ ২৯ জনকে পলাতক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে চার্জশিটে।

২০১৩ সালের ১লা ডিসেম্বর রমনা মডেল থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ৩০শে আগস্ট ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চ›ন্দ্র রায়, মির্জা আব্বাসসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার আসামিরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, সালাউদ্দিন আহম্মেদ, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, জামায়াতের ঢাকা মহানগর সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ৩০শে নভেম্বর রমনা থানার ভিআইপি রোডের মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলসহ ১৮ দলীয় জোটের (তৎকালীন) গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৭২ ঘণ্টার অবরোধের সমর্থনে বিএনপি ও জামায়াতের ২০ থেকে ৩০ নেতাকর্মী মিছিল সহকারে এসে একটি বাসে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করেন। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আইল্যান্ডে উঠিয়ে দেয়। আহত হন বাসের হেলপারসহ বেশ কয়েক যাত্রী। গুরুতর আহত যাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। বাসযাত্রী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তার বাম হাত হারান। রেজাউল করিম ও এহসানুল হাসান নামে দুই বাসযাত্রীকে চিকিৎসার জন্য বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই ঘটনায় রমনা থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।