খোলাবাজার : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালীর মধ্যে যতোই মতপার্থক্য থাকুক না কেন, সেই সময়ে এক এবং অদ্বিতীয় নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন সকল মতাদর্শের উর্ধ্বে। বঙ্গবন্ধুর আদেশেই শিক্ষিত-অশিক্ষিত, অর্ধশিক্ষিত বাঙ্গালী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ওপর বক্তৃতামালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪০ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এই বক্তৃতামালার আয়োজন করা হয়।
আসাদুজ্জামান নূর বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এক অপশক্তি বাংলাদেশের ইতিহাস বিকৃত করতে চেয়েছিল। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে চায়, তারা বাংলাদেশকেই অস্বীকার করে। ইতিহাস একদিনে লেখা হয়না বা কেউ মুছে ফেলতে পারেনা।’
‘অসমাপ্ত আত্মজীবনী’ এখনও যাদের পড়া হয়নি, তাদেরকে পড়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু বঙ্গবন্ধুর জীবনীর কারণেই নয়, এই বইটাতে জাতির অন্যতম গুরুত্বপূর্ণ অসাধারণ সময়ের কথা বলেছেন বঙ্গবন্ধু। সেজন্য হলেও বইটা পড়া উচিৎ।’
এ সময় অসমাপ্ত আত্মজীবনীর ওপর বক্তব্য প্রতিযোগীতায় ৬ জন ডাক্তার অংশগ্রহণ করেন। বিচারকের রায়ে ডা. আব্দুল্লাহ আল মাসুম এবং ডা. ফারহানা যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতিক ব্যক্তিত্ব পিযুষ বন্দোপাধ্যায়, কবি রবিউল হুসাইন ও বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ।
(খোলাবাজার/জিএম./৩১-০৮-২০১৫)