মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কঠোরভাবে সতর্ক করে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
তিন বিচারককে ‘মানসিক অসুস্থ’ বলাসহ ঔদ্ধত্যপূর্ণ নানা কটূক্তি করায় তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের আদেশে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডা. জাফরুল্লাহকে ‘রং হেডেড পারসন’ বলেও উল্লেখ করেছেন চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
গত ১২ জুলাই জারি করা নোটিশে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। ডা. জাফরুল্লাহকে ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির হয়ে এ নোটিশের জবাবে তার আচরণের ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।
পরে ডা. জাফরুল্লাহ’র আবেদনে ব্যাখ্যা দাখিলের দিন পিছিয়ে ১০ আগস্ট পুনর্র্নিধারণ করা হলেও আগেরদিন ৯ আগস্ট বিচারকদের নিয়ে করা মন্তব্যের জন্য ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। ১০ আগস্ট ডা. জাফরুল্লাহ চৌধুরীর উপস্থিতিতে তার আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার তার পক্ষে শুনানি করেন।
অন্যদিকে অবমাননার অভিযোগকারীদের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট খান মো: শামীম আজিজ ও অ্যাডভোকেট মোরশেদ আহমেদ খান।
ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় গত ১০ জুন আদালত অবমাননার দায়ে ডা. জাফরুল্লাহকে এক ঘণ্টার কারাদণ্ড (এজলাসকক্ষে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা) এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড সাজা দেন ট্রাইব্যুনাল-২।
কিন্তু অনেকের অনুরোধ ও জোরাজুরিতে আসামির কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার দণ্ড ভোগ করলেও জরিমানা দেবেন না জানিয়ে আদালতের ভেতরে-বাইরে নানাভাবে ঔদ্ধত্য প্রকাশ করেন ডা. জাফরুল্লাহ।
ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর কাঠগড়ায় উঠতে অস্বীকৃতি জানিয়ে দীর্ঘ এক ঘণ্টা ২৫ মিনিট ধরে এজলাসে বাকবিতণ্ডা, ট্রাইব্যুনাল ও বিচারপতিদের সঙ্গে অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি। বিচারপতিদের তিনি বলেন, আপনারা ক্ষমতার অপব্যবহার করে এ আদেশ দিয়েছেন। এটি সম্পূর্ণ অন্যায়। বিচারকরা এজলাস ত্যাগ করার পরও উচ্চকণ্ঠে তিনি বলতে থাকেন, এটা বিচারকদের অসহিষ্ণুতার লক্ষণ।
সাজা ভোগ করে বাইরে বের হয়ে আদালত অবমাননার রায়কে তিনজন বিচারকের মানসিক অসুস্থতার প্রমাণ বলেও কটূক্তি করেন ডা. জাফরুল্লাহ। রায়টা অত্যন্ত অবিবেচনাপ্রসূত দাবি করে ডা. জাফরুল্লাহ বলেন, সম্পূর্ণ রায়টাই তারা পড়েছেন উষ্মা ও রাগ নিয়ে।
আদেশের সময় এজলাসকক্ষে অভিযুক্তদের দাঁড় করিয়ে রাখাটা অভদ্রতা মন্তব্য করে জাফরুল্লাহ বলেন, যখন রায় পড়েন তখন সকল অভিযুক্ত ব্যক্তিদের দাঁড় করিয়ে রাখা অর্থহীন। এটা প্রাগৈতিহাসিক, মধ্যযুগের ঘটনা। যুক্তি না থাকলে হঠাৎ একজনকে খুঁজে বের করা হয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি সাংবাদিকদের আরও বলেন, আমি কোনো জরিমানা দেবো না। আপিল করবো। আপিলে যা হয় তা পরে দেখা যাবে। আমি কোথাও ভুল করিনি। সমালোচনা আমার গণতান্ত্রিক অধিকার।
এরপর গত ৬ জুলাই ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদনটি জানান স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহবায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফ এম শাহীন।
গত ৭ জুলাই এ আবেদনের সপক্ষে শুনানি করেন তাদের আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ ও আবেদনকারী মনোরঞ্জন ঘোষাল।
তবে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করায় গত ২৮ জুলাই ডা. জাফরুল্লাহ চৌধুরীর পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ বাতিল করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ নিয়ে তৃতীয়বারের মতো আদালত অবমাননার অভিযোগ করা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। ট্রাইব্যুনালের মামলার বিষয় নিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের টকশো’তে মন্তব্য করায় ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম দফায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শো’কজ করেন ট্রাইব্যুনাল-১। তার সঙ্গে সেবার সাংবাদিক মাহফুজউল্লাহ ও ওই অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুর রহমান মান্নাসহ চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধেও কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা জানতে চেয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। পরে লিখিত ব্যাখ্যায় নি:শর্ত ক্ষমা চাইলে গত বছরের ১২ জুন মোট ৮ অভিযুক্তকে সতর্ক করে ক্ষমা করে দেন ট্রাইব্যুনাল।