মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
ঢাকার মিরপুর এলাকা থেকে র্যা ব ছয় ‘চাঁদাবাজকে’ গ্রেপ্তার করেছে, যাদের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেনের সহযোগী বলা হচ্ছে।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, সোমবার রাতে মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- সেন্টু মিয়া, মিলন ওরফে সুমন, ইয়ামিন সরকার ওরফে মন্টি, বাবু আহমেদ ওরফে বাবু, মাসুদ রানা ওরফে রানা ও সোলাইমান কাদের ওরফে পাভেল।
মাকসুদুল আলম বলেন, “তারা সবাই শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সহযোগী।”
পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান এই র্যা ব কর্মকর্তা।
পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দুই ডজনেরও বেশি মামলা রয়েছে।
মিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির উদ্দিন মনুকে হত্যার দায়ে চলতি বছর মার্চে ঢাকার একটি আদালত শাহাদাতের ফাঁসির রায় দেয়।
চলতি শতকের শুরুতে মিরপুর থানা ছাত্রলীগের নেতা ছিলেন শাহাদাত। পরে হুলিয়া মাথায় নিয়ে তিনি ভারতে পালিয়ে যান। সেখান থেকেই তিনি মিরপুর এলাকায় সহযোগীদের দিয়ে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছিলেন বলে গণমাধ্যমের খবর।
২০১২ সালে কলকাতায় দুটি একে-৪৭ রাইফেলসহ শাহাদাতের গ্রেপ্তার হওয়ার খবর শোনা গেলেও ভারত বা বাংলাদেশের পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।