মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
গত কয়েক বছর ধরে নানাভাবে বাংলাদেশে ক্রিকেট দলকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিজেদের দেশে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। পূর্বনির্ধারিত দুটি সিরিজ খেলতে না যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র কাছ থেকে ক্ষতিপূরণও নিয়েছে তারা। সেই বাংলাদেশের সাথেই এবার নিরপেক্ষ ভেন্যুতে(সংযুক্ত আরব আমিরাত) হলেও সিরিজ খেলতে প্রস্তুত পাকিস্তান।
গত এপ্রিল-মে মাসে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে গেছে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে শোচনীয়ভাবে, যদিও টেস্ট সিরিজটি তারা জিতেছে। এ বছরের ডিসেম্বরে ভারতের সাথে প্রস্তাবিত সিরিজ বাতিল হওয়ায় সেই সময়ে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে আগ্রহী পাকিস্তান। এ জন্য বিসিবিকে অনানুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
তবে ডিসেম্বরে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের তৃতীয় আসরের কারণে বাংলাদেশ আদৌ পাকিস্তানের সাথে খেলতে রাজি হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। এ সম্পর্কে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাঈমুর বলেছেন, ‘হ্যাঁ, পিসিবির কাছ থেকে সিরিজ খেলার প্রস্তাব আমরা পেয়েছি। কিন্তু এই প্রস্তাব গ্রহণ করাও মুশকিল। কারণ একই সময়ে আমাদের এখানে বিপিএলও আছে।’