খোলাবাজার : দেশী-বিদেশী লুটেরা গোষ্টির স্বার্থ রক্ষার আর ভারী করতেই গণবিরোধী সরকার গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করছে বলে মন্তব্য করে ২০ দলের নেতা ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, জনস্বার্থ বিরোধী বর্তমান আওয়ামী আগের মেয়াদেও কয়েকবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছিল আন্তর্জাতিক বাজোরে তেলের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে। আর এখন যখন আবারো বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করলো তখন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস পেয়েছে। এখন কি অজুহাত দাড় করাবে জনগনের সামনে? বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, অন্যদিকে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সঠিক কারণ ব্যাখ্যা না করে অনৈতিক সরকারের বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী আবারো গ্যাসের মূল্যবৃদ্ধি করা হবে বলে অগ্রিম ঘোষনা দিয়ে জনগনের সাথে পরিহাশ করার মত ধৃষ্টতা দেখাচ্ছেন। এর মাধ্যমে প্রমানিত হলো সরকার জনগনের প্রতিনিধিত্ব করে না। তারা প্রকৃত অর্থে লুটেরাগোষ্টির স্বার্থ রক্ষা করতেই বার বার বিদ্যুত ও গ্যাসের মূল্যবৃদ্ধি করছে।
এম গোলাম মোস্তফা ভুইয়া আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনসচেতনা বৃদ্ধির লক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত প্রচারপত্রবিলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব ও ২০ দলের নেতা মোঃ মঞ্জুর হোসেন ঈসা‘র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, এনডিপি দপ্তর সম্পাদক মোঃ মুছা, দেওয়ান দিলরুবা, মোঃ মিরাজ হোসেন, আবু রায়হান, বোরহান উদ্দিন প্রমুখ।
এম. গোলাম মোস্তফা ভুইয়া দেশের সকল রাজনৈতিক দল, শ্রেণী-পেশার মানুষকে সরকারের বিদ্যুত-গ্যাসের মূল্যবৃদ্ধির মত গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে প্রয়োজনে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, প্রকৃত অর্থে দেশের জনগনের অর্থে লালিত জ্বালানী মন্ত্রণালয় জনগণের স্বার্থ রক্ষা করে না বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষার অভিযোগ করে নেতৃদ্বয় বলেছেন, এ সরকারের গত আমলে ৬ বার দাম বাড়ানো হয়েছিল। তখন বলা হয়েছিল, বিশ্ববাজারে তেলের দাম বেশি তাই বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে দাম কমলে গ্যাস-বিদ্যুতের দাম আবার কমানো হবে। কিন্তু এখন বিশ্ববাজারে তেলের দাম কমলেও এদেশে দাম বাড়ানোর কথা বলা হচ্ছে। এমপি-মন্ত্রী সাহেবদের ভোটের প্রয়োজন হয় না। দেশ চালায় বিশ্বব্যাংক ও আমেরিকা। তাই বিশ্বব্যাংক ও আমেরিকাকে খুশি করানোর জন্য সরকার দেশের মানুষের স্বার্থ পরিপন্থী এ ভুল সিদ্ধান্ত নিচ্ছে।
সভাপতির বক্তব্যে মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, অবিলম্বে জনস্বার্থ বিরোধী এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে বলেছেন, গ্যাস এবং বিদ্যুতের বর্ধিতমূল্য জনগণ মেনে নেবে না, নিতে পারে না। উচ্চমূল্যের এই বাজারে সরকারের এই সিদ্ধান্ত জনগণের উপর নতুন করে দুর্দশা বাড়িয়ে দিবে। সরকার স্বেচ্ছাচারি হয়ে, গণরায়কে উপেক্ষা করে মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল জনগণ কোনোভাবেই তা মেনে নিতে পারে না।
সভা শেষে প্রবল বর্ষন উপেক্ষা করে নেতৃবৃন্দ প্রচারপত্র বিলি করেছেন।
(খোলাবাজার/জিএম/০১-০৯-২০১৫)