Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
১৯৮০ সালে কেন্দ্রে ক্ষমতায় ফিরে এসে পাকিস্তানের পরমাণু ঘাঁটিগুলির ওপর সামরিক আঘাত হানতে চেয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার উদ্দেশ্য ছিল পাকিস্তানকে পরমাণু অস্ত্র তৈরীর সক্ষমতা থেকে দূরে রাখা। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রকাশিত তথ্য থেকে এমনটাই জানা গেছে।

১৯৮১ সালের ৮ সেপ্টেম্বর তৈরি হওয়া ‘ইন্ডিয়াজ রিএ্যাকশন টু নিউক্লিয়ার ডেভেলপমেন্টস ইন পাকিস্তান’ শীর্ষক সিআইএ রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির জন্য অনেকটাই এগিয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

চলতি বছরের জুন মাসে সিআইএর ওয়েবসাইটে প্রকাশিত হওয়া ১২-পাতার ওই ‘ডিক্লাসিফায়েড’ রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের পরমাণু কর্মসূচির অগ্রগতি নিয়ে চিন্তিত ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি জানতে পেরেছিলেন, পরমাণু অস্ত্র তৈরি করা থেকে ইসলামাবাদ আর বেশি দূরে নেই। কারণ, সেই সময়ে পাক প্রশাসন অত্যন্ত দ্রুততার সঙ্গে প্লুটোনিয়াম এবং এনরিচড ইউরেনিয়াম সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছিল। তাই দেশের আগাম সুরক্ষা হিসেবে পাকিস্তানে সামরিক অভিযান করার কথা ভাবছিলেন ইন্দিরা।

সিআইএ নিজেদের রিপোর্টে লিখেছিল, আগামী দু-তিন মাসে যদি পরিস্থিতি না পাল্টায় তাহলে ইন্দিরা হয়ত পাকিস্তানে আঘাত হানবেন। যদিও পাকিস্তানে হামলা করা থেকে নিজেকে পরে বিরত রাখেন তিনি।