Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
দেশে এখন গণতন্ত্র মৃতপ্রায়’—আবারো এমনটা উল্লেখ করে প্রতিশ্র“তি অনুযায়ী দ্রুত একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন।

সরকারের বিরুদ্ধে দেশবিরোধী নানা চুক্তির অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন তাঁর বাণীতে বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশের গণতন্ত্রও মৃতপ্রায়। নতুন নতুন আইন করে বিচার বিভাগ, গণমাধ্যমকেও এখন নিয়ন্ত্রণ করছে সরকার।’

দেশজুড়ে গণহত্যা, গুপ্ত হত্যা, নির্যাতন এবং লুটপাটের মহোৎসব চলছে বলেও বাণীতে অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসন।

দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা তুলে ধরে খালেদা জিয়া বলেন, ‘অতীতের মতো বর্তমানেও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি।’

প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত দলের জন্য নেতাকর্মীদের ত্যাগের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন খালেদা জিয়া।