Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

sangsadখোলাবাজার ঃ গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে জাতীয় পার্টি (জাপা)।
দশম সংসদের সপ্তম অধিবেশনে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে দলটি অধিবেশনকক্ষ ত্যাগ করে।
এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেন, ‘যখন বিদ্যুৎ-জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারে কমছে তখন বিদ্যুৎ-জ্বালারির দাম বৃদ্ধি করা অনুচিত। এটা জনগণের ওপর বোঝা। বিদ্যুৎ-গ্যাসের দাম কমানোর দাবি জানাচ্ছি। এর প্রতিবাদে আমরা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করলাম।’
অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘আমাদের কথা না শুনেই উনারা নিজেদের বক্তব্য দিয়ে চলে গেলেন। এটা গণতান্ত্রিক নয়।’

(খোলাবাজার/জিএম/০১-০৯-২০১৫)