Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

pখোলাবাজার ঃ: দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু হয়েছে। চলতি এই অধিবেশনটি চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হয় এ অধিবেশন।
অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ অধিকাংশ মন্ত্রী, সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করা হয়— যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কাজ পরিচালনা করবেন। এরপর বিশিষ্টজনের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয় এবং নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়।
সংসদ সচিবালয় থেকে পাঠানো কার্যসূচি অনুযায়ী চলতি অধিবেশনের প্রথম দিনেই রয়েছে তিনটি বিল ও চারটি রিপোর্ট। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বিল-২০১৫, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন বিল-২০১৫, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল-২০১৫ এই চারটি বিলের রিপোর্ট উত্থাপন করবেন। অথমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উত্থাপন করবেন উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) বিল-২০১৫।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ২টি বিল উত্থাপন করার কথা রয়েছে। নতুন এ বিল দু’টি হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০১৫, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৫। আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অধ্যাদেশ, ২০১৫ (অধ্যাদেশ নং-১, ২০১৫)’ অধ্যাদেশটি উত্থাপন করবেন।
এই অধিবেশনের ৭টি বিলসহ ১২টি বিল জমা পড়েছে। উত্থাপনের অপেক্ষায় অন্য বিলগুলো হচ্ছে— সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিল-২০১৫, সুপ্রীম কোর্ট জাজেস (লিভ, প্রিভেনশন এ্যান্ড প্রিভিলেজ) (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫, ফরেইন এক্সচেঞ্জ রেগুলেশন (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫, বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল-২০১৫, ট্রেডমার্ক (সংশোধন) বিল-২০১৫, পোর্টস (সংশোধন) বিল-২০১৫।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠক : অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সপ্তম বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।
কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশ নেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তম অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে প্রয়োজনে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান করেছেন। এটি চলতি বছরের তৃতীয় অধিবেশন। বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে দশম সংসদের ষষ্ঠ ও সরকারের দ্বিতীয় বছরের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হয় ৮ জুলাই। এটি গত ১ জুন শুরু হয়েছিল। দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।

(খোলাবাজার/জিএম/০১-০৯-২০১৫)