পিরোজপুর প্রতিনিধি, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০১৫ : দেশে এখন আইনের শাসন ও জবাবদিহিতা নেই। ফলে রাষ্ট্রে এক ধরনের অস্থিরতা চলছে। রাষ্ট্রে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জাতীয় এজন্ডাও নির্ধারন হয়নি। স্বাধীনতার ৪৪ বছরেও জাতীয় এজন্ডা নির্ধারন করতে না পারা আমাদের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন পিরোপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুল।
১ সেপ্টেম্বর মঙ্গলবার পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি‘র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক শেখ শহীদুল্লাহ, সদর উপজেলা সাধারন সম্পাদক গাজী অহিদুজ্জামান লাবলু, জেলা বিএনপির সদস্য ও খোলাবাজার২৪.কমের ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম কলিম, পৌর বিএনপি সদস্য সচিব কমিশনার সারোয়ার হোসেন, জেলা যুব দলের কো-আহবায়ক এডভোকেট মনিরুল ইসলাম খান, সেচ্ছাসেব দলের আহ্বায়ক আহসানুল কবির নীল, মৎসজীবী দলের আহবায়ক নুজিবুল হক প্রমুখ।
পুলিশী বাধার কারণে জেলা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি করতে ব্যর্থ হয়। অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেক কেটে অনুষ্ঠান উৎযাপন করেন।